হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার রাসুলপুর গ্রামে পূর্ব বিরোধের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদি পক্ষকে আসামি পক্ষের লোকজন হমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
রাসুলপুর গ্রামের আব্দুল মতলিবের বাড়িতে অনু মিয়ার গরু উঠে গাছ-গাছালি খেয়ে ফেলা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল মতলিবের স্ত্রী সহ কয়েকজন আহত হন। এ ঘটনায় আব্দুল মতলিবের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে মামলা দায়ের করার পর থেকে অনু মিয়া পক্ষ বাদি পক্ষকে তাদের ধান ও সবজি কাটতে বাধা প্রদান সহ নানা ধরনের হুমকি দিচ্ছে বলে আব্দুল মতলিব পক্ষ অভিযোগ করেছে।
Leave a Reply