হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত যুবক শফিক মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শফিক মিয়াকে আদালতে নেয়া হলে আদালতের নির্দেশে তাকে কারগারে পাঠিয়ে দেয়া হয়।
সোমবার বিকেলে উপজেলার অমৃতা খাগাউড়া গ্রামে ৮ বছর বয়সী এই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। অভিযোগ পেয়ে পুলিশ শফিককে মিয়াকে গ্রেফতার করে। রাতেই শিশুর পিতা বাদি হয়ে বাহুবল থানায় মামলা দায়ের করেন।
ধর্ষণের শিকার শিশুটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Leave a Reply