হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়াকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি মামলায় আদালতে হাজিরা দিতে সিএনজি অটোরিক্সা যোগে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন টেনু মিয়া (৫০)। পথে উপজেলার আদিত্যপুর এলাকায় একটি মাইক্রোবাস অটোরিক্সার গতিরোধ করে। পরে তাকে অটোরিক্সা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত পা কেটে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এলাকার লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে। তার চাচা শাহজাহান মিয়া জানান, চাচাত ভাই আউয়াল ও অন্যদের সাথে টেনু মিয়ার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
Leave a Reply