হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বিরোধপূর্ণ টিলার দখল নিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত আব্দাল মিয়া ও ইদ্রিস আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, ১৭ একর ৫৭ শতাংশ টিলা ভূমি অনেক বছর ধরে ভোগদখল করছেন তারা। অন্যদিকে একই জায়গা জেমস ফিনলে কোম্পানির রামপুর চা বাগানকে ইজারা দেয় সরকার। এর বিরুদ্ধে গ্রামবাসীর দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ টিলাটি দখলমুক্ত করতে গেলে সংঘর্ষ বাঁধে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
Leave a Reply