হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে ছাত্র সহ ৫ জন গুলিবিদ্ধ সহ ১৫ আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা থানা ভবন ভাংচুর করে।
গুরুতর আহত অবস্থায় ১৫ জনকেই হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাহুবল দীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা স্কুল জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করলে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ ও ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় পুলিশ শিক্ষক সহ ৫ জনকে আটক করেছে।
Leave a Reply