হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নামের একজন নিহত হয়েছে।
উপজেলার শাহপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মদন মিয়া একজন চিহ্নিত ডাকাত বলে পুলিশ জানিয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ৩টায় দারাগাঁও চা বাগানের ২নং সেকশনে এই বন্দুকযুদ্ধ হয়।
বাহুবল থানার ওসি জানান, ডাকাতি ও হত্যা সহ ৭টি মামলার আসামি মদন মিয়াকে বুধবার গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী ডাকাতদলের অন্যান্য সদস্য ও ডাকাতির মালামাল উদ্ধারে তাকে নিয়ে ঘটনাস্থলে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় সহযোগীদের ছোঁড়া গুলিতে আহত হয় মদন মিয়া। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply