হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে পুলিশ রবিবার দুপুরে ছেলে ও মেয়েকে আটক এবং নির্যাতিত পিতাকে উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের আবুল কালাম ওরফে আবু মিয়ার সন্তানেরা দীর্ঘদিন ধরে তাকে জমি-জমা তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল: কিন্তু তিনি রাজি না হওয়ায় সন্তানেরা তাকে পায়ে লোহার শিকল বেঁধে আটক করে রাখে।
এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিসহ একদল পুলিশ আবু মিয়াকে উদ্ধার করে। এসময় তার মেয়ে ঝর্না আক্তার (২৬) ও ছেলে সোহাগ মিয়াকে (১৫) আটক করা হয়।
সোমবার দুপুরে আটকৃতদের আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ছেলে-মেয়েদের দাবি, তাদের পিতা মানসিক রোগী। তিনি জমিজমা বিক্রি করে দিচ্ছেন।
Leave a Reply