নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে বাহুবলের কোর্টআন্দর গ্রামে মরহুম দেওয়ান বাছিত স্পোর্টিং ক্লাব আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে কোর্টআন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শাপলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে কাঁশফুল চ্যাম্পিয়ন হয়। কাঁশফুলের পক্ষে খেলায় অংশ নেন, সালমান ও রকি। চ্যাম্পিয়ন ও আনার্সআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন সংগঠনের সভাপতি দেওয়ান সৈয়দ রব মুর্শেদ।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। এতে মুন-কায়েস জুটি ৩য় ও শিবলী-সোহাগ জুটি ৪র্থ স্থান অর্জন করে।
Leave a Reply