হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুবাই প্রবাসী শেখ ওয়াহিদ মিয়ার (৪০) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সহস্রাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছেন।
শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার পুটিজুরী বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে পুটিজুরী ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি শাহ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও শেখ আব্দুল মুমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম, পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিয়া, যুবলীগ সভাপতি ফজলে এলাহি লুলু।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের নসয় বেধে দিয়ে বলেন, অন্যথায় মহাসড়ক অবরোধ করা হবে।
১৮ আগস্ট রাতে পুটিজুরী বাজারে শাহ নেওয়াজ হোসেন নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে ওয়াহিদ মিয়া নিহত ও তার ভাই সহ দুই জন আহত হন।
Leave a Reply