হবিগঞ্জের বাহুবলে দুই শিশু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছায়েদ আলীকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ঢাকা থেকে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জ থানার পূর্ব চড়াইল ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বাবার নাম মারফত উল্লাহ। বাড়ি বাহুবল উপজেলার যশোপাল গ্রামে।
র্যাব-৯ জানায়, ২০০৮ সালের ১৯ আগস্ট পারিবারিক কলহের জের ধরে ছায়েদ আলী গলা কেটে সিদ্দিক আলীর দুই শিশুপুত্র সুরুজ আলী (১২) ও নুরুজ আলীকে হত্যা করে।
গ্রেফতারকৃত আসামিকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply