হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার যাদবপুর গ্রামে বাড়ির কাছে বালু উত্তোলন নিয়ে চাচা-ভাতিজিদের সংঘর্ষে চাচা আইন উল্লাহ (৬৫) নিহত ও ৫ জন আহত হয়েছে।
আইন উল্লার মেয়ে রাজনা আক্তার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আইন উল্লাহ বাড়ির কাছে বালু তুলে ভাতিজি আশেয়া আক্তারদের জায়গা দিয়ে আনার সময় আয়েশা আক্তার সহ অন্যান্য ভাতিজি বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাতিজিরা তার উপর হামলা চালায়। এ সময় আইন উল্লাহর পরিবারের সদস্যরাও পাল্টা হামলায় চালালে এক পর্যায়ে আইন উল্লাহ মাটিতে পড়ে যায়। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ত্রিলোক কান্তি তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত আইন উল্লাহর তিন ভাতিজি সুমি আক্তার, নাসিমা আক্তার ও আয়েশা আক্তার বাহুবল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাহুবল থানার ওসি মাসুক আলী জানান, আইন উল্লাহর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের পর বলা যাবে, তিনি কিভাবে মারা গেছেন।
Leave a Reply