হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা শ্মশানঘাটের ভূমি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিগাম্বর বাজার সংলগ্ন হাজি নাদাম ও রাজসুরত গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাটটি উদ্ধার করে জেলা ও উপজেলা প্রশাসন। এসময় ঐ ভূমিতে থাকা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্মশানঘাট উন্নয়ন কমিটির কাছে দখল বুঝিয়ে দেয়া হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ চন্দ্র মোদক।
এলাকাবাসী জানান, ভূমি জরিপের সময় এলাকার একটি চক্র শ্মশানঘাটের নামে থাকা ১৩ শতক ভূমি তাদের নামে লিখিয়ে নেয়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী প্রতিবাদী হলে প্রায় ১৮ বছর পর রেকর্ড সংশোধন করে শ্মশানঘাটের ভূমি তাদেরকে ফিরিয়ে দেয়া হলো।
Leave a Reply