হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ‘করোনা’ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকতের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমাবার সকালে মিরপুর চৌমুহনীতে এ কর্মসূচি পালিত হয়। এতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, ত্রাণের তালিকায় নাম থাকা সত্তে্ও কাউকে ত্রাণ না দিয়ে চেয়ারম্যান স্বাক্ষর ও টিপসই জাল করে আত্মসাৎ করেছেন।
তারা জানান, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ত্রাণ বঞ্চিত ফরিদ আহমেদ সহ ২৬ জন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীদের চেয়ারম্যানের লোকজন নানারকম হুমকি দিচ্ছে।
Leave a Reply