বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া ও রশিদপুর বাগান এলাকায় ডাকাতের কবলে পড়েছিলেন।
শুক্রবার রাত দেড়টায় ঐ এলাকায় রাস্তায় গাছ ফেলে গণডাকাতি সংঘটিত হয়। সাংসদ তখন ঢাকা থেকে প্রাইভেট গাড়িযোগে নিজ এলাকায় ফিরছিলেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেট ও বিয়ানীবাজারগামী শ্যামলী, এনা ও হানিফ পরিবহণের গাড়ি সহ ৪টি গাড়ির গতিরোধ করে সংঘবদ্ধ ডাকাতদল গণডাকাতি করে। সাংসদ আব্দুল মতিনের গাড়িটিও এ সময় ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা তার গাড়িচালকের মোবাইল ফোনসেট নিয়ে যায়। তবে সাংসদ সহ গাড়িতে থাকা অন্যদের কোন ক্ষতি হয়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শামসুদ্দোহা ও সাংসদের ব্যক্তিগত সহকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply