হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় বৃদ্ধ সহ দুই জন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান উপজেলার নারিকেলতলা গ্রামের মৃত মারফত উল্লাহর ছেলে আলফু মিয়া (৭০)। এসময় গুরুতর আহত বকুলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল মিয়াকে (৩০) নেয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বিকেলে তিনি মারা যান।
দুর্ঘটনার পরই ট্রাক চালক ও তার সহকারীকে পুলিশ আটক করে। এদিকে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
Leave a Reply