হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে টমেটো বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার হেলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লখাইকান্দি গ্রামের আব্দুল গনির ছেলে পিকআপ চালক রফিকুল ইসলাম (৩০) ও কিশোরগঞ্জের সাকোয়া গ্রামের আশিক মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের হেলালপুর এলাকায় সিলেটগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে ঢাকাগামী টমেটো বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। বিকেলে স্বজনরা মরদেহ নিয়ে যান।
এসআই কমল সরকার এ তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply