হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে এক যুবকের ছুরিকাঘাতে ওয়াহিদ মিয়া (৪০) মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার সহোদর সহ দুই জন। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে উপজেলার পুটিজুরী বাজারে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শেওড়াতুলি গ্রামের গরু ব্যবসায়ী নিজাম উদ্দিন স্বস্তিপুর গ্রামে গরু কেনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলমের কাছে নাজেহাল হন। এতে ক্ষেপে গিয়ে নিজাম উদ্দিনের স্বজন একই গ্রামের আব্দুল মনাফের ছেলে শাহনেওয়াজ হোসেন প্রতিশোধ নিতে ছুরি নিয়ে পুটিজুরী বাজারে অবস্থান নেয়।
শনিবার রাত ৮টার দিকে শাহনেওয়াজ হোসেন পুটিজুরী বাজারে আব্দুল আলীর চা স্টলে বসে চেয়ারম্যান ফেরদৌস আলমকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে মীরেরপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে দুবাই ফেরত ওয়াহিদ মিয়া এর প্রতিবাদ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ শাহনেওয়াজ হোসেন ছুরিকাঘাত করে ওয়াহিদ মিয়াকে। এ সময় ওয়াহিদ মিয়াকে রক্ষা করতে এগিয়ে এলে স্টল মালিক আব্দুল আলী এবং ওয়াহিদ মিয়ার ভাই কাওসার মিয়াও ছুরিকাহত হন।
তাৎক্ষণিক আশেপাশের লোকজন তাদের বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহতদেরকে সিলেট প্রেরণ করেন।
এ ঘটনায় মীরেরপাড়া গ্রামবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা পুটিজুরী বাজারে গিয়ে প্রতিপক্ষের লোকজনকে খোঁজাখুঁজি করেন।
মধ্যরাতে বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী ও ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর সহ বিপুল সংখ্যক পুলিশ এলাকায় অবস্থান নেয়।
সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply