হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ী ইউনিয়নের দিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার ৪র্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষক ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন নির্যাতিতা এক ছাত্রীর বাবা মাদাম গ্রামের খোয়াজ আলী।
ওয়াহিদুর রহমানের বাড়ি চুনারুঘাট উপজেলা পাইকপাড়া গ্রামে। ২১ নভেম্বর, যৌন হয়রানির শিকার শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মাদরাসার সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়। পরে মাদরাসা ব্যবস্থাপনা কমিটি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দিলে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
বাদি পক্ষের আইনজীবী আইয়ূব আল-আনছারী জানান, আদালত মামলাটি এফআইআর ভুক্ত করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
Leave a Reply