হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিপাশা গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হরিপাশা গ্রামবাসী আয়োজিত গ্রামবাংলার ঐহিত্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন।
প্রতিযোগিতায় হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে ২০টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়, মৌলভীবাজারের ঘোড়া রঞ্জিত। দ্বিতীয় হয়, সুনামগঞ্জের ঘোড়া ডলফিন। তৃতীয় হয়, একই জেলার অপর ঘোড়া গোলাম মোস্তফা।
পরে পুরস্কার বিতরণ করেন, বাহুবল উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আসকার আলী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় পঞ্চায়েত নেতা ফয়সল মিয়া, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন আহমেদ ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিরঞ্জন সাহা নীরু।
Leave a Reply