হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে ৯ গ্রামের সংঘর্ষে পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যদের মধ্যে বাহুবল থানার এসআই শহীদুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অলুয়া গ্রামের আবিদ আলীর ক্ষেতে ইজ্জতপুর গ্রামের এক ব্যক্তির গরু ধান খাচ্ছিল। এজন্যে জমির মালিক বকাঝকা করেন। তা শুনে ইজ্জতপুর গ্রামের কয়েক ব্যক্তি পাল্টা বকাঝকা করতে থাকেন জমির মালিককে। এর জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে আশেপাশের আরো ৫ গ্রামের লোকজন এতে জড়িয়ে পড়ে।
একপক্ষে ছিলেন, অলুয়া, সেনারকান্দি ও নোয়াগাঁও গ্রামবাসী আর অপরপক্ষে আলাপুর, ইজ্জতপুর, বাদে অলুয়া ও ভেড়াখাল গ্রামবাসী। সংঘর্ষ চলে বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বাহুবল থানার-ওসি তদন্ত আলমগীর কবির সহ ৭ পুলিশ সদস্য আহত হন।
Leave a Reply