হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ১১ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব-৯ উপজেলার উত্তরসুর গ্রাম থেকে কোটি টাকা মূল্যের এই মূর্তিটি উদ্ধার করে।
এ সময় মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছে, উত্তরসুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেছলে সানু মিয়া ও হরিতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে হারুন মিয়া। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বাহুবল থানায় মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল উত্তরসুর গ্রামের সানু মিয়ার বাড়ি থকে কষ্টিপাথরের এই মূর্তিটি উদ্ধার করে।
Leave a Reply