হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মুখলিছুর রহমানের উদ্যোগে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে ৩ শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্নানঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মো আব্দুল বাছিত লিংকনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্মআহবায়ক বিলাল আহমেদের পরিচালনায় ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো ইয়াছিন আলী। উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক সাদরেজ জামান, যুগ্মসাধারণ সম্পাদক জাকারিয়া আলম মামুন, সহসাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম মিজান, ইলিয়াছ আহমেদ, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক এম জামিউর রহমান জামু, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো মেরাজ মিয়া প্রমুখ।
Leave a Reply