হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আলমগীর মিয়া পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে। সে ছিল ৬ ভাই বোনের মধ্যে সবার বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তার পিতা দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিসে শয্যাশায়ী।
পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের জলছায় ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে বাংলাবাজারে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য রওয়ানা হয় আলমগীর মিয়া; কিন্তু বাংলাবাজারে তাহির মিয়ার দোকানের কাছে পৌঁছলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সায় আসা একদল দুর্বৃত্ত পিছন দিক থেকে তার সারা শরীরে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার সঙ্গী যাদবপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মুন্নাসহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হাসপাতাল থেকে মুন্নাকে আটক করেছে।
বাহুবল মডেল থানার ওসি মো কামরুজ্জামান জানান, ঘটনাটি পূর্ব বিরোধের জের ধরেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply