হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্দুল হামিদকে প্রকাশ্যে একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করেছে।
আব্দুল হামিদ উপজেলার মণ্ডলকাপন গ্রামের আব্দুল জব্বারের ছেলে। রবিবার দুপুরে চলিতাতলা সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পুলিশ জানায়, পুটিজুড়ী বাজার থেকে আব্দুল হামিদ ঢাকা-সিলেট মহাসড়কের সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনে মোটর সাইকেলের তেল নিতে আসেন। এ সময় একটি অটোরিক্সায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪/৫ দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হামিদকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাশেলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের বিরোধকে ঘিরেই এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আব্দুল হামিদের বিরুদ্ধে মাদক ও ডাকতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
Leave a Reply