হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুর বাজারে সফিকুল ইসলাম নামের এক দন্ত চিকিৎসক পরিবারের লোকজনকে অজ্ঞান করে ডাকাতদল সর্বস্ব লুট করে নিয়েছে।
অজ্ঞান ৫ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার লোকজন জানান, রবিবার রাতে কোন এক সময় ঘরের ভেন্টিলেটার ভেঙ্গে ডাকাতদল চেতনানাশক প্রয়োগ করে সফিকুল ইসলাম, তার স্ত্রী জুলেখা রহমান, মেয়ে নাইমা রহমান জুঁই, ৩ মাস বয়সী মেয়ে নীলিমা আক্তার ও ছেলে আরিফুর রহমানকে অজ্ঞান করে ঘরে ঢুকে পড়ে।
পরদিন সকাল ১১টায় দুধওয়ালা দুধ দিতে এসে দরজা বন্ধ দেখতে পায়; কিন্তু ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে আশেপাশের লোকজনকে জানালে, সবাই দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সকলকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে তাদেরকে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সফিকুল ইসলামের বড়ভাই তাজুল ইসলাম ঘটনাটিকে ডাকাতি দাবি করে জানান, ডাকাতরা স্বর্ণালংকার সহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বিকেল পর্যন্ত অসুস্থ কারও জ্ঞান ফিরেনি।
হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা দীপংকর রায় জানান, খাবারে কোন সমস্যা ছিল কিনা তা পরীক্ষা করা হচ্ছে। নিশ্চিত করে বলা যাচ্ছে না কি হয়েছে। তাদের রক্তচাপ সহ শারীরিক প্যরামিটার ভাল। ঘুম ঘুম ভাব আছে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মো মাসুক আলী জানান, এটি একটি চুরির ঘটনা। পরিবারের লোকজন সুস্থ হলে জানা যাবে, কিভাবে এই ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Leave a Reply