হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সন্ত্রাস ও নারী নির্যাতন রোধ এবং আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা পুলিশ, আশা হবিগঞ্জ ও বাহুবল সদর ইউনিয়নের যৌথ উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। সভাপতিত্ব করেন, বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন ও আশা সমিতি হবিগঞ্জের ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, পারিবারিক শান্তি ফিরিয়ে আনতে বউ-শাশুড়ির আন্তরিকতা বজায় রেখে চলতে হবে। অল্পবয়সে মেয়েদেরকে বিয়ে দিলে পরিপক্ক সন্তান জন্ম নেয় না। তাই সমাজ থেকে বাল্যবিয়ে রোধ করতে হবে।
অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন তুলে না দিতে তিনি অভিভাবকদের অনুরোধ করেন। আরো বলেন, খেয়াল রাখতে হবে সন্তানরা যেন কোনভাবেই সিগারেটে আসক্ত না হয়।
Leave a Reply