বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় সেচের পাইপে ছাগল বেঁধে রাখা নিয়ে বিবাদকালে অন্ডকোষ চেপে ধরে এক কৃষককে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি/২১ মাঘ) সকালে উপজেলার বালিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আবদুস সাত্তার মিয়া (৫৫)। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে রোকেয়া বেগম (৪৫) নামের এ নারীকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবদুস সাত্তার সকাল ৯টার দিকে বাড়ির পাশে ধানি জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশী রোকেয়া বেগম তার একটি ছাগল সেচযন্ত্রের পাইপে বেঁধে রাখলে সেচে বিঘ্ন ঘটে। তাই তিনি ছাগলটি সরিয়ে নিতে বললে রোকেয়া বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এ সময় পাশের জমিতে কাজ করছিলেনরোকেয়া বেগমের স্বামী ইয়াদ উল্লাহ ও দেবর নূরু উল্লাহ। কথা কাটাকাটি শুনে তারাও ছুটে এসে আবদুস সত্তারের সঙ্গে ঝগড়ায় জড়ান। এক পর্যায়ে তাদের একজন আবদুস সত্তারের অন্ডকোষ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত এক নারীকে আটক করা হয়েছে।