নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রথম শহীদ মিনার উদ্বোধন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
রবিবার সকালে ইউনিয়নের ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ লাখ টাকা ব্যয়ে এ শহীদমিনার নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন আল রশিদ। বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাশিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আফতাব উদ্দিন, রশিদপুর চা বাগানের পরিচালক শাহ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো বশির মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিত কুমার দেব। পরিচালনায় ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সামিউল ইসলাম।
Leave a Reply