হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের নন্দনপুর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে রাখা প্রায় ৫০টি দোকান ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন করে দেওয়ার ব্যবস্থা করেন এবং ফুটপাতে বসা দোকানিদেরকে তাদের জন্য নির্ধারিত শেডে বসার পরামর্শ দেন।
উচ্ছেদের ফলে একদিকে যেমনি নন্দনপুর বাজারের পানি নিষ্কাশন সমস্যা সমাধান হয়েছে তেমনি বাজারের রাস্তা বেশ চওড়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা আক্তার ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মীর মোহাম্মদ শাহিন।
জেলা প্রশাসক ইশরাত জাহানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান।
Leave a Reply