বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পাহাড় গ্রাস করছে, প্রকৃতি ধ্বংস করছে, নদী দখল করছে; কিন্তু প্রশাসন নীরব। নিশ্চুপ রাজনৈতিক নেতারা। এ অবস্থায় সাধারণ মানুষকেই ঐ অশুভ ও লোভী চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্যে প্রয়োজন গণসচেতনতা সৃষ্টি। সম্মিলিত উদ্যোগে এ কাজটি করতে হবে।
বাসিয়া নদীর দুই তীরের অবৈধ দখল উচ্ছেদ ও খননের দাবিতে শনিবার বিকেলে বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদমিনারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ইতিহাস ঐতিহ্য রক্ষা কমিটির আহবায়ক মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহবায়ক ফজল খান। বিশেষ অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ পরিষদ-বেলার সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ শাহেদা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আবদুল আহাদ ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কায়েছ চৌধুরী, বিশ্বনাথ উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক এনামুল হক মামুন, জাতীয় পার্টির সাবেক আহবায়ক সিতাব আলী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, নতুনবাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেল, নাঈম আহমদ, যুব সংগঠক শাহ আলম খোকন, রুহেল খান, শামছুল ইসলাম, স্বপ্নবাংলা পরিষদের সভাপতি কবি এস পি সেবু, মাহবুব আলম এমরান ও দুরন্ত সমাজকল্যাণ সংস্থার সভাপতি তালহা সোহেব। মতবিনিময় সভা পরিচালনা করেন যুগ্ম আহবায়ক রাজা মিয়া।
Leave a Reply