সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর সুরমা মার্কেটে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আখলাক আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন ইয়াওর বক্ত চৌধুরী, মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, জাহির উদ্দিন, সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন, আবেদ আক্তার চৌধুরী, আব্দুস শহীদ, তামিম চৌধুরী (আপন), সুফি মো ইকবাল, রিপন মিয়া ও সৈয়দ মিনহাজ। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ।
বক্তারা বাসাবাড়িতে গ্যাস সংযোগে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সিলেটের গ্যাস দ্বারা শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানান।
Leave a Reply