সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ রোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব এবং নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আই ই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদফতর ঢাকার উদ্যোগে ও পরিবার পরিকল্পনা অধিদফতর সুনামগঞ্জের ব্যবস্থাপনায় শহরের ইপিআই ভবন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদফতর সিলেট
বিভাগের পরিচালক কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদফতর ঢাকার সহকারী পরিচালক আছমা হুসনা ও ডেপুটি সিভিল সার্জন ডা আশরাফুল হক। সভাপতিত্ব করেন, পরিবার পরিকল্পনা অধিদফতর সুনামগঞ্জের উপ পরিচালক মোজাম্মেল হক।
Leave a Reply