নিজস্ব প্রতিবেদক : সিলেট এখন বাল্যবিয়ে মুক্ত। ইতোপূর্বে জেলার ১৩টি উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার পর রাত পোাহলেই আনুষ্ঠানিকভাবে দেশের পুরনো জেলাগুলোর মধ্যে সিলেটকে প্রথম বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর খরাদিপাড়ায় আমানউল্লাহ কনভেনশন সেন্টারে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটবাসীকে এই মঙ্গলবার্তা দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রী পরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমেদ। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন। এছাড়াও উর্ধতন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আহুত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী ও অতিরিক্ত জেলা হাকিম আবু সাফায়েত মো শাহেদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জেলা প্রশাসক বলেন, বাল্যবিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বড় অন্তরায়। ২০১৬ সালে দেশে বাল্যবিয়ে রোধে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি জানান, সিলেট জেলায় ২০১৫ সালে যেখানে ৮০টি বাল্যবিয়ে হয়েছিল সেখানে এ বছর বাল্যবিয়ে হয়েছে বলে কোন খবর পাওয়া যায়নি। তবে ১২টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে
জেলা প্রশাসক সিলেটে বিয়ে নিবন্ধনের সংখ্যার ক্রমবৃদ্ধিকে বাল্যবিয়ে হ্রাস পাওয়ায় একটি উদাহরণ বলে উল্লেখ করেন।
তবে তিনি বলেন, বাল্যবিয়ে মুক্ত ঘোষণার অর্থ দুয়েকটি ঘটনা যে ঘটবেনা তা নয়। এ জন্যে সাংবাদিক সহ সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী জানান, বাল্যবিয়ের ব্যাপারে প্রশাসনের দায়বদ্ধতা অনেকখানি বেড়ে গেছে।
অতিরিক্ত জেলা হাকিম আবু সাফায়েত মো শাহেদুল ইসলাম এ ব্যাপারে আইনগত সকল প্রকার সহযোগিতা দেয়ার নিশ্চয়তা দেন।
Leave a Reply