বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ এর ১৯ ধারা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার প্রতিনিধিরা স্মারকলিপিটি পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার আহবায়ক তামান্না আহমদ, রুবাইয়ৎ আহমেদ, সাদিয়া নোশিন তাসনিম, তানজিনা প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, ‘বাংলাদেশের নারীসমাজ এক চরম নিরাপত্তাহীনতায় বাস করছে। নারী ও শিশুর উপর যেভাবে সহিংসতা ও যৌন নির্যাতন বেড়ে চলছে তা একটি সভ্য সমাজে অকল্পনীয়। এমনিতরো পরিস্থিতিতে জাতীয় সংসদে বিশেষ বিধান সহ যে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ হয়েছে তা নারী নির্যাতনের মাত্রাকে বাড়াবে বলে আমরা মনে করি।’
Leave a Reply