সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার অর্ধলক্ষাধিক বারকি শ্রমিকের জীবিকার একমাত্র অবলম্বন বালি-পাথর উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বালি-পাথর ব্যবসায়ী ও বারকি শ্রমিকদের যৌথ উদ্যোগে যাদুকাটা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, যাদুকাটা বালি-পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস শাহিদ, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা রায়হান উদ্দিন রিপন, ব্যবসায়ী আরজ আলী রাজিব, যুবলীগ নেতা জালাল উদ্দিন, তারা মিয়া, গোলাম রব্বানী ও বাবুল মিয়া।
বক্তারা চাদাঁবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ সহ বারকি শ্রমিকদেরকে যাদুকাটা নদীতে বালি ও পাথর উত্তোলনের সুযোগ দেয়ার দাবি জানান।
Leave a Reply