বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, মহিউদ্দিন শীরু ছিলেন আলোকিত মানুষ। তিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। কলেজ প্রতিষ্ঠায় তার শ্রম ও মেধা এ অঞ্চলের মানুষ ভুলবে না। নতুন প্রজন্মকে তার গুণাবলী ধারণ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এম এ মতিন, সহকারী অধ্যাপক পার্থসারথী চৌধুরী, মো ফয়জুল ইসলাম, প্রভাষক বিধান শিকদার, কৃষ্ণা দেব, আকরাম হোসেন, বুলবুল আহমেদ প্রমুখ।
এর আগে কলেজ সংলগ্ন ডি এন উচ্চ বিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply