ওসমানীনগর প্রতিনিধি : শিশুর হাসি মায়ের খুশি। শিশুর সেই ঝলমলে হাসির প্রথম ধাপ হলো মাতৃদুগ্ধ। সঠিক নিয়মে শিশুকে বুকের দুধ খাওয়ালে শিশু ও মা উভয়েরই স্বাস্থ্য ভালো থাকে।
মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এই আহ্বান রেখে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে ছিল, দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোতে সচেতনতামূলক সভা, মাইকিং ও গ্রাম পর্যায়ে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং। পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও টিকাদানে উৎসাহিত করার কাজও চালানো হয়।
বুধবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওসমানীনগরের মান্দারুকা কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয় মাঠ পর্যায়ের কাউন্সিলিং সেশন। এতে বক্তারা বলেন, সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ হচ্ছে মায়ের দুধ। শিশুর রোগ প্রতিরোধক টিকা হিসাবে কাজ করে মায়ের শাল দুধ। সামাজিক কুসংস্কার থেকে বেরিয়ে মাতৃদুগ্ধ পান বা ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজনীয়তা ও উপকারিতার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে।
এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম শাহরিয়ার, আরএমও ডা মামুনুর রহমান, সূচনার উপজেলা সম্বনয়কারী মো মিজানুল হক, নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার ও ঝন্টু লাল পাল।
Leave a Reply