বালাগঞ্জ প্রতিনিধি : প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ফ্রি চক্ষু শিবির আয়োজন উপলক্ষে বালাগঞ্জের সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে।
রবিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি শফিক উল্লাহ মিছলু। সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর খালিছদার, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুনিম, সাংবাদিক রজত দাস ভূলন, শাহাব উদ্দিন শাহিন ও হুসাইন আহমদ।
Leave a Reply