বালাগঞ্জ প্রতিনিধি : এবি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বালাগঞ্জের গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহযোগিতায় বালাগঞ্জ সরকারি ডি এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, এ বি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক ওলিউর রহমান নাহিদ, বরইকান্দি শাখার ব্যবস্থাপক এস এম সুজ্জাদ আলী, গার্ডেন টাওয়ার শাখার ব্যবস্থাপক এ এম মিসবাউজ্জামান চৌধুরী, তাজপুর শাখার ব্যবস্থাপক গৌছ মঈন উদ্দিন হায়দার, ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক মো রাহাতুল ইসলাম চৌধুরী, গার্ডেন টাওয়ার শাখার সহকারী ব্যবস্থাপক ইয়াকুতুল গণি ওসমানী, বালাগঞ্জ সরকারি ডি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সভাপতি সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, তারেক আহমদ, জাগির হোসেন, শিক্ষক আহমদ আলী ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের প্রশিক্ষক নূরুল ইসলাম।
এর আগে সকালে ওসমানীনগর উপজেলার দয়ামীরে একইভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply