বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট লুৎফুর রহমান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো মনির উদ্দিন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও বালাগঞ্জ-ওসমানীনগর আইনজীবী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ মকলু মিয়া। আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট নূর উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রকিব, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, অ্যাডভোকেট জুবায়ের বখত জুবের, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল প্রমুখ।
Leave a Reply