বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় জ্যেষ্ঠ আইনজীবী মনির উদ্দিনকে সভাপতি ও অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেলেকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ সভাপতি অ্যাডভোকেট মো আব্দুর রকিব, অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে ও অ্যাডভোকেট নূর উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ও অ্যাডভোকেট সুশীল চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমদ, দফতর ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাকী শাহ ফরিদী, সহ দফতর ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, ধর্ম ও সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সহ ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আব্দুল আজিজ, ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, সহ ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক জাবেদ ও মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামছি খানম চৌধুরী।
নির্বাহী সদস্যরা হলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট মো আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মানিক, অ্যাডভোকেট মো জুবায়ের বখত জুবের ও অ্যাডভোকেট মুহিত লাল ধর।
উপদেষ্টারা হলেন, অ্যাডভোকেট লুৎফুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মুকিত চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার করিম উদ্দিন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট শেখ মকলু মিয়া।
Leave a Reply