একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পুলিশের গুলিতে নিহত সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমদ সুহেলের পরিবারের জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে বালাগঞ্জে সায়েম আহমদ সুহেলের বাড়িতে গিয়ে তার স্বজনদের হাতে ঈদ উপহার পৌঁছে দেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
তারা পরিবারের সবাইকে শান্তনা জানানোর পাশাপাশি সায়েম আহমদ সুহেল ও তার পিতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, অন্যতম নেতা তোফায়েল আহমদ সোহেল, শাহিন আহমদ, সাইফুল ইসলাম, শাহিন আহমদ জয়, ইজলাল আহমদ, দিলু মিয়া, জাহেদ আহমদ, আব্দুল হাদি, বাবরু মিযা, আশিক মেম্বার, ফখরুল ইসলাম, জরিদ মিয়া, সালেহ আহমদ, আলী আহমদ, কয়েছ, লেখন মিয়া, মনিরুল ইসলাম তুরণ, হাজী পাবেল ও সাদেক আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply