বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জের মুসলিমাবাদ সুপার স্টার ক্রিকেট ক্লাবের উদ্যোগে সুপার কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পশ্চিম মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্রীড়া ব্যক্তিত্ব শাহ আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজমল বেগ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুল মনাফ বুরু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মহিউদ্দিন লেচু, জেলা যুবলীগ নেতা মির্জা রাসেল ও ব্যবসায়ী আলমগীর তালুকদার। সঞ্চালনায় ছিলেন, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর।
উদ্বোধনী ম্যাচে পূর্ব মুসলিমাবাদ ক্রিকেট ক্লাব ও লামাগঙ্গাপুর এলজি ক্রিকেট ক্লাব একে অপরের মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে লামাগঙ্গাপুর এলজি ক্রিকেট ক্লাব। তারা পূর্ব মুসলিমাবাদ ক্রিকেট ক্লাবকে ১৫১ রানের টার্গেট ছুড়ে দেয়। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫১ রানের টার্গেট পূরণ করে জয়লাভ করে পূর্ব মুসলিমাবাদ ক্রিকেট ক্লাব। উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেছেন মাসুদ আহমদ।
Leave a Reply