বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীতে ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ বাস্তবায়নের দাবিতে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সদরে ডাকবাংলো এলাকায় বড়ভাঙ্গা নদীর তীরে সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বাস্তবায়ন পরিষদের সভাপতি মো হারুন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক আবুল কাশেম অফিকের পরিচালনায় বক্তব্য রাখেন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠন ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিরা।
বক্তারা বলেন, এই সেতুটি নির্মিত হলে উপজেলা সদরের সঙ্গে বালাগঞ্জ সদর ইউনিয়নের একাংশসহ পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পার্শ্ববর্তী রাজনগর উপজেলার মানুষও এই সেতু দিয়ে সুলতানপুর সড়কে স্বল্পসময়ে ও অল্প খরচে সিলেটে যাতায়াত করতে পারবেন।
Leave a Reply