নিজস্ব প্রতিবেদক : সিলেটের বালাগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোটের উদ্যোগে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার, মামলার তদন্ত কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল ও গণধর্ষণের শিকার শিক্ষার্থী ও তার পরিবারের নিরাপত্তা বিধানের দাবি জানানো হয়।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এসব দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply