বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শনিবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মোস্তাকুর রহমান মফুর, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মণি, উপজেলা সহকারী কমিশনার-ভূমি পলাশ মণ্ডল, থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, মো রফিকুল আলম, জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী ও সাধারণ সম্পাদক তুহিন মনসুর।
Leave a Reply