নিজস্ব প্রতিবেদক : সিলেটের বালাগঞ্জে ধীরাজ পাল (৬৩) নামের এক ব্রিকফিল্ড ম্যানেজার খুন হয়েছেন।
তিনি গহরপুর রতনপুর ব্রিকফিল্ডে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকে দুর্বৃত্তরা সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এলাকার লোকজন ধীরাজ পালকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধীরাজ পালের বাড়ি সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার আলমপুর গ্রামে। তিনি সিলেটের বিশিষ্ট সাংবাদিক জেলা প্রেসক্লাবের সদস্য ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুর কাকা।
সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজা ধীরাজ পালের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এবং ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক আনিস রহমান পৃথক দুটি বিবৃতিতে হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানিয়েছেন।
সংগঠন দুটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
Leave a Reply