নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিলেট জেলা ও মহানগরের সাবেক সভাপতি ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত এম এ হককে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে পারিবারিক কবরস্থানে শুক্রবার রাত ৯টায় সমাহিত করা হয়েছে।
এর আগে রাত ৮টায় মরহুমের গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এম এ হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিকেল সাড়ে ৫টায় সিলেট মহানগরীর মানিকপীর টিলা এলাকায়। এতে অংশ নেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিএনপির সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নিউমোনিয়া সহ করোনার উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম এ হক সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি করোনায় আক্রান্ত কি না, তা জানতে বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে পরীক্ষার ফলাফল শেষ খবর পাওয়া পর্যন্ত আসেনি।
Leave a Reply