নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বালাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে পুলিশের বাধা ও লাঠিচার্জে সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ অভিযোগ করেন, এম ইলিয়াস আলী গুমের ৫ বছর পূর্ণ হওয়ায় বালাগঞ্জ বিএনপি সোমবার শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে; কিন্তু কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা কোন ধরনের উস্কানি ছাড়াই তাতে বাধা দেন। এক পর্যায়ে লাঠিচার্জও করা হয়।
অন্যদিকে এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে ঐদিন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এরপর বাদ জোহর বালাগঞ্জ বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, দলীয় নেতা আব্দুন নূর, সিরাজুজ্জামান খান মঙ্গল, এসএম আনোয়ারুল ইসলাম, ছালিক মিয়া, আব্দুস সালাম, মো আব্দুল মুনিম, লুৎফুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল ইসলাম সেফুল, ছাত্রদলের সমন্বয়ক শেখ আলা উদ্দিন রিপন প্রমুখ।
মানববন্ধন চলাকালে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মানববন্ধন সমাপ্ত করার নির্দেশ দেয়।
কামরুল হুদা জায়গীরদার অভিযোগ করেছেন, মানববন্ধন শেষে ফিরে যাওয়ার পথে পুলিশ পিছন থেকে দলীয় নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে।
Leave a Reply