বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে প্রথমবারের মতো ব্যক্তি উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মাইজাইল বিলে বিনিয়োগকারী মো আব্দুল মালিকের অর্থায়নে ও জাগ্রত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় প্রায় ২৮০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন, অতিরিক্ত দায়িত্বে থাকা বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। এসময় আরো উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী মো শামসুল হক, মাইজাইল বিলের বিনিয়োগকারী মো আব্দুল মালিক, জাগ্রত মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো ফখরুল ইসলাম ও উপজেলা মৎস্য দফতরের লিফ শেখ মো আশিকুর রহমান।
Leave a Reply